বাগেরহাটের মোরেলগঞ্জে পর্নোগ্রাফি আইনে করা মামলায় সোহেল শেখ (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে শহরের সন্ন্যাসী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল শেখ শহরের খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে। তার একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশরাফুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় সন্ন্যাসী বাজারের পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন সোহেল শেখ। পরে ইমোতে কথা বলার সময় কৌশলে তার কাছ থেকে বিভিন্ন ছবি নেন। এরপর ওই নারীকে নানাভাবে ব্ল্যাকমেইল করতে থাকেন সোহলে। পরে মোরেলগঞ্জ থানায় মামলা করেন ওই নারী।
স্থানীয়রা জানান, সোহেল শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। পাঁচ মাস আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।