1. iukowsar22@gmal.com : Abakash_Admin :
এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে শোয়েব মালিকের ৫০০ - দৈনিক অবকাশ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে শোয়েব মালিকের ৫০০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচের মাইলফলক ছুঁলেন শোয়েব মালিক। রংপুর রাইডার্সের হয়ে মিরপুরে আজ (শুক্রবার) ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে নেমেই এই রেকর্ড গড়েছেন পাকিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার।

শোয়েবের এই বিশেষ দিনে তাকে সম্মান জানিয়েছেন সতীর্থরা। মাঠে ঢোকার সময় ‘গার্ড অব অনার’ দেন তারা। অভিনন্দন জানান প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও।

শোয়েবের আগে বিশ্বের মাত্র দুজন ক্রিকেটার টি-টোয়েন্টিতে ৫০০‘র বেশি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। সর্বাধিক ৬১৪ ম্যাচ খেলার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার কাইরন পোলার্ডের।

দ্বিতীয় সর্বাধিক ৫৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার কৃতিত্বটিও আরেক ক্যারিবীয়র, তিনি হলেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

কাইরন পোলার্ড ৬১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরিসহ ৩১.০২ গড়ে করেছেন ১১ হাজার ৯১৫ রান। সর্বোচ্চ ১০৬।

অন্যদিকে ৫৫৬ ম্যাচে ২০টি হাফসেঞ্চুরিসহ ডোয়াইন ব্রাভোর সংগ্রহ ৬ হাজার ৮৯৪ রান। সর্বোচ্চ ৭০ । গড় ২২.৮২। উইকেট ৬১৪টি। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক উইকেটের মালিক তিনিই।

এদিকে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক আজকের ম্যাচের আগে ৪৯৯ টি-টোয়েন্টিতে করেছেন ১২ হাজার ২৮০ রান। সর্বোচ্চ ৯৫। ৩৬.১১ গড়। স্ট্রাইকরেট ১২৭.৪৩। হাফসেঞ্চুরি ৭৫টি! বল হাতে রয়েছে ১৬২টি উইকেটও।

পাকিস্তানের হয়ে ১২৪ ম্যাচে শোয়েব মালিক করেছেন ২ হাজার ৪৩৫ রান। সর্বোচ্চ ৭৫। ৩১.২১ গড়। স্ট্রাইকরেট ১২৫.৬৪। হাফসেঞ্চুরি ৯টি। উইকেট ২৮টি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2023 Effective News
Developed BY: Next Tech