বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পদ ও বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান এমবিআই সেলাঙ্গর।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীরের সাক্ষাতে বিষয়টি উঠে আসে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার পুয়ান হাজাহ নোরিতা বিনতি মো. সিদেক। এসময় তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে হালাল বাণিজ্য সম্প্রসারণে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় অবৈধভাবে শ্রমিক সরবরাহ, পাঁচ বাংলাদেশিসহ গ্রেফতার ৬
বৈঠকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
তিনি বলেন, বাংলাদেশে আধুনিক অবকাঠামো নির্মাণ, ১০০টি ইকনোমিক জোন ও ৩৯টি হাইটেক পার্ক স্থাপন এবং সরকারের বিনিয়োগবান্ধব নীতির কারণে বাংলাদেশ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে।
এসময় ডেপুটি হাইকমিশনার সেলাঙ্গর রাজ্যের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় সেক্টর যেমন- ওষুধ, পোশাক, ডিজিটাল অর্থনীতি, ইলেকট্রনিক্স, কৃষি ইত্যাদি খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
এসময় মুসলিমপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশকে হালাল পণ্যের একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেন এমবিআই সেলাঙ্গরের চিফ এক্সিকিউটিভ অফিসার।
হালাল পণ্য এবং সেবার মান নিশ্চিত ও সনদ প্রদানের লক্ষ্যে একটি শক্তিশালী হালাল ইকোসিস্টেম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এমবিআই সেলাঙ্গরের প্রতিনিধিদল।
এক্ষেত্রে তারা বাংলাদেশে হালাল করিডর প্রতিষ্ঠার মাধ্যমে তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক হালাল বাজারে প্রবেশের বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে মতামত প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন ‘হালাল ইন্টারন্যাশনাল সেলাঙ্গর’র চিফ এক্সিকিউটিভ অফিসার তুয়ান হাজি মাত গাজালি বিন আবদ রাকিম, সেলাঙ্গর হালাল হাবের নির্মাণ প্রতিষ্ঠান সেন্ট্রাল স্পেকট্রামের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রাজিফ আবদুল ওয়াহাব, হেড অব করপোরেট স্ট্র্যাটেজি, এমবিআই রাজা নর ইজাহ বিনতি রাজা জাফর, মুহাম্মদ সাইরিল শওকত আলী প্রমুখ।