বিশেষ প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এখন রাতের ঢাকাকে নিরাপদ রাখতে বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘কিছুদিন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কাজের কারণে পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় সম্পৃক্ত ছিল। এখন আমরা রাতের ঢাকাকে নিরাপদ রাখতে নজর দিচ্ছি।
রোববার (২৯ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে রাজধানীতে অপরাধ দমনে পুলিশের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, বিট পুলিশ ও থানা পুলিশকে রাজধানীর অপরাধ দমনে সবসময় নির্দেশনা হয়ে থাকে। কখনও যদি অপরাধ বেড়ে যায়, তখন আমরা বিশেষ অভিযানের মাধ্যমে চেষ্টা করি তা কমানোর। কিন্তু অপরাধ একেবারে নির্মূল করা খুবই কঠিন। যারা অপরাধে জড়িয়ে পড়ছেন, তাদের যদি ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে অপরাধটাও কমিয়ে আনতে পারবো।