পৃথক লটে ১১০০ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন পেট্রোবাংলা। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক যুক্তরাষ্ট্রের এম/এস এক্সিলারেট এনার্জি এলপির কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (১ কার্গো) ক্রয় করা হবে। এই লটে এলএনজি ক্রয়ে মোট ব্যয় হবে ৫৭২ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা।
তিনি আরো বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এম/এস ভিটওল এশিয়া পিটিই লি. এর কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (এক কার্গো) কেনা হবে। এই লটে এলএনজি ক্রয়ে মোট ব্যয় হবে ৫৪৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার ১৬০ টাকা।