“আমি বিশ্বাস করি না যে, তুমি ভালো কিছু করলেই তোমার জন্যে ভালো কিছু ঘটবে। কারণ, পৃথিবীতে সংঘটিত প্রতিটি ঘটনাই সম্পূর্ণ আকস্মিক ও এলোমেলো। ফলে কোনোকোনো সময়ে খুব ভালো মানুষের জীবনে খারাপ কিছু এবং খারাপ মানুষের জীবনেও ভালো কিছু ঘটে থাকে।
কিন্তু মানুষ হিসেবে তুমি যদি ভালো কাজ করার চেষ্টা করো, তাহলে অন্তত তুমি নিজের সময়কে কষ্টস্বীকারের যোগ্য বা ওয়ার্থহোয়াইল (worthwhile) কাজে ব্যয় করছ।”