“প্রজাপতিদের কথা মনে করিয়ে দিলে সে খুব খুশি হতো। তার মনে আছে যখন বয়স ছয় অথবা সাত বছর ছিল, তখন সে তাদের উঠোনের প্রজাপতিগুলোর ভাগ্য নিয়ে খুব কান্নাকাটি করেছিল, এটা জানার পর যে সেগুলো মাত্র কয়েকদিন বাঁচে। তার মা তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন দুঃখিত না হতে।
বলেছিলেন যে তাদের জীবন ছোট হওয়ার অর্থ এই ছিল না যে তা বেদনাদায়ক ছিল। সেগুলোকে উজ্জ্বল সূর্যের নীচে ডেইজি ফুলের ভেতরে উড়তে দেখে তার মা তাকে বলেছিলেন, “দ্যাখো, ওদের জীবন কত সুন্দর।” এই স্মৃতি মনে করতে এলিস খুব পছন্দ করতো।”