1. iukowsar22@gmal.com : Abakash_Admin :
গুলশান থানার সাবেক ওসি ও তার স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড - দৈনিক অবকাশ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

গুলশান থানার সাবেক ওসি ও তার স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বুধবার (১২ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় এ রায় দেন আদালত।

রায় ঘোষণার পর সাবেক ওসি ফিরোজ কবির ও তার স্ত্রী সাবরিনা আহমেদকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সাবেক ওসি ফিরোজ কবির ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩১ মে র্পযন্ত এবি ব্যাংক গুলশান শাখার, ডাচ বাংলা ব্যাংক, গুলশান শাখার, এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের গুলশান শাখার, ইসলামী ব্যাংক, গুলশান শাখা, ব্র্যাক ব্যাংক, গুলশান শাখার চলতি হিসাবের এবং তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার নামে পরিচালিত ডাচ বাংলা ব্যাংকের গুলশান শাখার হিসাবে জ্ঞাত আয় বহির্ভূত ৩০৯ দশমিক ৯৭ লাখ টাকা জমা করেন।

তাদের ব্যাংক হিসাবে পেশার সঙ্গে অসামঞ্জস্যর্পূণ বিপুল অংকের লেনদেন সম্পন্ন হয়েছে। অধিকাংশ হিসাব খোলার সময় ফিরোজ কবির অর্থের উৎস চাকরি দেখিয়েছেন। কিন্তু যে অংকের লেনদেন হয়েছে তা বেতন ভাতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অর্থের উৎস সম্পর্কে অভিযুক্তরা কোনো সন্তোষজনক প্রমাণ দাখিল করতে পারেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2023 Effective News
Developed BY: Next Tech