ভাষাকে গুরুত্ব দেওয়া মানে জাতি-গোষ্ঠী সংস্কৃতির ও নৃগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া। এজন্য প্রত্যেককে ভাষার গুরুত্ব বুঝতে হবে। মাতৃভাষা পিডিয়া সাধারণ বিশ্বকোষ নয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন’ কর্মশালায় সভাপতির আলোচনায় এসব বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।
বৃহস্পতিবার (১৩জুলাই) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন-২ এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অপারেশন) মোহাম্মদ জাকীর হোসেন এবং কারমাইকেল কলেজের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন প্রমুখ।