জিএসএফ সংস্থার চেয়ারম্যান মোঃ রাশেল মিয়ার কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার রাত ১০টায় গাইবান্ধা সুন্দরগঞ্জের ছিলামনি নামক স্থানে সংস্থার প্রধান কার্যালয়ে এ কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ফুলের তোরা ও ক্ষুদেবার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে রাশেল মিয়ার দীর্ঘায়ু ও কর্মজীবনে সফলতা কামনা করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসএফ সংস্থার কর্মকর্তা মনিরুজ্জামান, লিটন মন্ডল, আল কাওছার, আব্দুর রউফ, জামসেদুল ইসলাম আল আমিন মিয়া ও জাতীয় ছাত্র সমাজের সুন্দরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর প্রমুখ।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সংস্থার গবেষণা ও পরিকল্পনা পরিচালক আল কাওছার বলেন প্রতিটি মানুষ জন্মের পর থেকে তার পরিচয় বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় তাকে প্রতিষ্ঠানিক কর্মের মাধ্যমে পরিচিতি প্রসার হয়। তাই আমি ব্যাক্তিগত ভাবে মনে করি উক্ত সংস্থার চেয়ারম্যান গরিব ও অসহায় মানুষদের যেভাবে পাশে থাকেন তাতে করে তার কর্ম তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন ইনশাআল্লাহ।
জিএসএফ সংস্থার চেয়ারম্যান রাশেল মিয়া কেক কেটে তার মনের আবেগ প্রকাশ করে বলেন, আজকে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাই সবাই আন্তরিক ধন্যবাদ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সংস্থার মাধ্যমে গরীব অসহায় মানুষদের সেবায় নিয়োজিত থাকতে পরি।
উল্লেখ, জিএসএফ সংস্থাটি ২০১৯ সাল থেকে গাইবান্ধা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এনজিও ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে।