1. iukowsar22@gmal.com : Abakash_Admin :
সুন্দরগঞ্জে শেখ রাসেল দিবস পালিত - দৈনিক অবকাশ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

সুন্দরগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শেখ রাসেল দিবস ও শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে  তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে  বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী,  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সরকার লেবু, সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিউল আলম, সুন্দরগঞ্জ  অফিসার ইনচার্জ,  উপজেলা প্রকৌশলী,

উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণি সম্পদ কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।


আলোচনা সভা শেষে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠান শেষে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ফলক উন্মোচন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2023 Effective News
Developed BY: Next Tech