শারদীয়া দুর্গাপূজার দ্বিতীয় দিনে মহাসপ্তমী পূজা চলাকালীন সময়ে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। শনিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
মণ্ডপে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আশরাফুল আলম সরকার লেবু আমাদের অনেক পূর্ব থেকে বিভিন্ন ভাবে পরামর্শ এবং সহযোগিতা করে আসছেন বর্তমানে আমাদের মন্ডপের নিরাপত্তা এবং সুশৃংখল পরিবেশ বজায় রাখার জন্য সিসি ক্যামেরা বিতরণ করেছেন। এই সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করবে এবং মণ্ডপকে সুরক্ষা করবে।
মণ্ডপ পরিদর্শন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রতিদিনই বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি।এখনো পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া উপজেলার প্রতিটি মন্ডপে শতভাগ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমার নিজ অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ করেছি।