1. iukowsar22@gmal.com : Abakash_Admin :
গাইবান্ধায় ৩৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক অবকাশ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

গাইবান্ধায় ৩৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দস্যুতা ও হত্যা মামলায় আব্দুল মোতি পাগলা (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘ ৩৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া।

এর আগে ভোর সোয়া ৫টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি রাজিফুজ্জামান বসুনীয়া বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার মোজাম্মেল হক বাদী হয়ে দস্যুতা সংগঠনের ৩জন দুর্বৃত্ত আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকেই আব্দুল মতি পাগলা পলাতক ছিলেন। পরে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান করে আদালত। ওই সময় থেকে গ্রেফতার আব্দুল মোতি পাগলা দীর্ঘ ৩৬ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ আজ মঙ্গলবার ভোর রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2023 Effective News
Developed BY: Next Tech