1. iukowsar22@gmal.com : Abakash_Admin :
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক ১৫১ - দৈনিক অবকাশ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক ১৫১

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে রাজ্যের চার জেলায় একযোগে চালানো অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ২৭ জন বাংলাদেশি। অন্যরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইয়েমেন, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের নাগরিক। আটক অভিবাসীদের বয়স এক থেকে ৫২ বছরের মধ্যে।

মঙ্গলবার রাজ্যের জিআইএমএনএস পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, ১৭ অক্টোবর শুরু হওয়া চারদিনের অভিযানে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশপাশের ৫৬টি পৃথক স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দেশের ৪১১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে অবৈধ অভিবাসীরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাদের কেউ কেউ মুক্তির আবেদনও করেন। আরো তদন্তের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2023 Effective News
Developed BY: Next Tech