ফেরদৌস আলম
আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় উত্তরবঙ্গের ছাত্র জনতার মানববন্ধন।
উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ না দেওয়ায় উত্তরবঙ্গের ছাত্র জনতা ঢাকা মিরপুর-১০ গোলচত্বরে বিকাল ৪ ঘটিকায় মানববন্ধন করেছে আজ।
বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার মুক্ত স্বাধীনতা এ বাংলাদেশে বৈষম্য দূর হওয়ার কথা থাকলেও উত্তর বঙ্গ এখনো বৈষম্যের শিকার। ছাত্র জনতার রক্তের দাগ এখন মিশে যায় নি অথচ স্বৈরাচারী সরকারের ন্যায় বৈষম্য থেকে ই গেল। উত্তর বঙ্গের রংপুর থেকে এ নতুন স্বাধীনতার পথ তৈরি হলেও সেই উত্তর বঙ্গ আজ অবেহেলিত। বৃহত্তর উত্তর বঙ্গে এতো এতো যোগ্য লোক থাকা সত্ত্বেও উপদেষ্টায় জায়গা পেল না কেউ। এ যেন বৈষম্যের এক দৃষ্টান্ত উদাহরণ।
যে উত্তর বঙ্গ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদের রক্ত পেল, গঠন হলো বৈষম্যহীন দেশ, সে উত্তর বঙ্গই এখন বৈষম্যের শিকার।
আঞ্চলিক এ বৈষম্য দূর করণে উত্তর বঙ্গের ছাত্র জনতার দাবি-আবু সাঈদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গে বৈষম্য বন্ধ করতে হবে। রাষ্ট্র বিনির্মাণে উপদেষ্টা পদে উত্তর বঙ্গের বিশেষ ব্যক্তি কে রাখতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য করা যাবে না।
বৈষম্য বিরোধী এ মানববন্ধনে উত্তর বঙ্গের ছাত্র জনতা কিছু দাবি উল্লেখ করেন, দাবি সমূহ:
১. আঞ্চলিক বৈষম্য নিরসন করে উত্তরবঙ্গ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব সমভাবে বণ্টন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ।
২. উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আধুনিক শিল্পায়ন গড়ে তুলতে হবে।
৩. অর্থনৈতিক বৈষম্য নিরসন করতে হবে।
৪. শিক্ষা, সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করতে হবে।
৫. আধুনিক চিকিৎসা ক্ষেত্রে উত্তরবঙ্গে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।