এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের বিনিয়োগ সংস্থা আইএফসি’র নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রিকার্ডো পুলিতি। এ অঞ্চলের অর্থনৈতিক মন্দা দূর করাসহ একাধিক সংকট মোকাবিলা করাই তার মূল লক্ষ্য
বুধবার (১ ফেব্রুয়ারি) আইএফসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিতি একজন ইতালীয় নাগরিক। সম্প্রতি বিশ্বব্যাংকের অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া দূর করতে কাজ করবেন পুলিতি। বেসরকারি খাতের উন্নয়নে উৎসাহ, সবুজ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পুনরুদ্ধারের জন্য কার্যকর বিষয়গুলো তিনি চিহ্নিত করবেন।
এদিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বেসরকারি খাতে বিনিয়োগের ওপর জোর দেন আইএফসি’র আঞ্চলিক নতুন এই ভাইস প্রেসিডেন্ট।
পুলিতি বলেন, এই অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধিসহ আরও বেসরকারি বিনিয়োগের জরুরি প্রয়োজন। নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উৎসাহিত করার জন্য সঠিক নীতির প্রয়োজন। এই অঞ্চলের দেশগুলো তাদের অপূরণীয় বিনিয়োগের চাহিদা মেটাতে সাহায্য করার জন্য বেসরকারি খাতে অর্থায়ন করতে পারে। বাস্তবতা হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলকে ঘুরে দাঁড়াতে হবে। জলবায়ু সহনশীল সবুজ উন্নয়ন জরুরি। এই অঞ্চলের জনগণের জন্য ডিজিটাল অবকাঠামো সরবরাহ করতে হবে।
এর আগে পুলিতি আফ্রিকার আঞ্চলিক পরিচালক ছিলেন। তার আগে আইএফসি’র গ্লোবাল ডিরেক্টর, এনার্জি অ্যান্ড এক্সট্র্যাক্টিভস হিসেবে কাজ করেন। বিশ্বব্যাংক গ্রুপে যোগদানের আগে পুলিতি ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।